Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইবরাহীম তশনা

নাম- শাহ মুহাম্মদ ইবরাহীম আলী
পরিচিতি-তশনা (পিপাসী)
পিতা – শাহ আব্দুর রহমান কাদরী (রহ:)
জন্ম- ১৮৭২ (বাটইশাইল, কানাইঘাট, সিলেট)
ইন্তেকাল- ১৯৩৩।

যুগেযুগে ওলি-আউলিয়া, সুফি –সাধকদের মহান চরিত্রে খোশবুতে বাংলাদেশের আকাশ বাতাস ভরে আছে। কালের পরিক্রমায় আজও আমরা তাদের খোশবু পাই। ওলি-আউলিয়ার উজ্জ্বল আদর্শে যেমন এদেশে ইসলামী সমাজ পরিপুষ্ট হয়েছে, তেমনই সুফি সাধকদের মরমি সংগিত এ দেশের মরমি সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করে রেখেছে। যে সকল ওলি-আউলিয়ার কর্মতৎপরতায় সিলেটের জমিন বৈশিষ্ট্যে সমৃদ্ধ ইবরাহীম আলী তশনা (রহ:)(১৮৭২-১৯৩৩) তাদেরই একজন।